Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিক্ষেপ / ইন্দ্রাণী পালঅন্ধকারে একটা লোককে দেখেছি
লম্বা করিডর ধরে হেঁটে চলে যাচ্ছে
দৃশ্যত সে কখনও ফিরতে পারে কমলা ছায়ার মতো
এরকম কথা কখনও মাথাতেও আসেনি

নিদ্রাতুর সাইকেল বেজে উঠল অভ্যাসবশে
পথের চিহ্নরা উড়ে যাচ্ছে সামনে এসে
হেডলাইট দু'একটা পাতার ঘূর্ণি ধুলো মরা ডাল
বাঁদিকের বুকপকেটে মফঃস্বলী অন্ধকার

আর আমরা দৃশ্য থেকে দৃশ্যান্তরে পালিয়ে বেড়াচ্ছি
প্রত্যাবর্তনের সময় এলেও ফিরিনি
নিজেকে ভেঙে ভেঙে পৌঁছে গেছি ভুল দরোজায়
প্রত্যাশার পারদ জমেছে শুধু হলুদ করতলে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.