দু'টি কবিতা / রবিন বসু, অশোক অধিকারী
গ্যালিলিও বেঁচে উঠবেন
রবিন বসু
এই যে উদ্বিগ্ন হাওয়া, সংকুচিত বিকেল
সন্ধ্যার চৌকাঠ পেরিয়ে
অনঙ্গ অন্ধকারে ঢুকে যাবে তীব্র শাসানি
ভয় আর আতঙ্ক নিয়ে খাড়া হবে রাত;
আমি তখন জেগে থাকব, জেগেই থাকব
প্রত্যাশা-উন্মুখ এক আরোগ্যর জন্য।
নাভিশ্বাস উঠছে দেখি, আবিশ্ব আপ্রাণ
অদৃশ্য শত্রুর সাথে মহামারী-খেলা
অশ্ব গজ লোকলস্কর তরবারির ঝন্ ঝন্
এও বাহ্য, নৈঃশব্দের পিরামিড ভেঙে
জেগে উঠবে ফারাও, দার্শনিক হেরোডোটাস।
আমি তাদের পায়ের কাছে রেখে আসব
কোভিড-১৯, হেমলক বিষ, সমস্ত অবসাদ
আর গ্যালিলিও বেঁচে উঠবেন স্থিরসূর্য নিয়ে।
আত্মজীবনী
অশোক অধিকারী
ভাত ছুঁয়ে আছি শস্য গর্ভ লাজুক
গোধূলির ঊষর পরব জীবন ক্ষমা
বিচ্ছিন্ন শিশুগৃহ পিতার ঋতুসংহার
সাদা কান্না উড়ো খই জীবন সফর
মধ্যাহ্ন আদর করে নধর উদযাপন
ভীরু দুপুরের আলাপ অর্ধ অচেতন
আলসের নীলপাখি খাদের সঞ্চারী
লোভের এ উজ্জীবন কেমনে ছাড়ি
অলঙ্করণ- সঞ্জীব
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই "ফেরারি"! অশোক অধিকারী সুন্দর।
উত্তর দিনমুছুন