Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / অর্ঘ্য দে

নিভে যেতে কার ভাল লাগে

আমাকে ঘিরে বৃষ্টির মেহফিল
দমকা হাওয়ায় মশগুল বারান্দা
                        নেচে ওঠে।

কে যেন সাজিয়ে রেখেছে
প্যায়মানা - শ্লেষে নীল,
অন্ধকার ভেঙে
      মসিদেউটি ভেসে যায়

কবেই তো হেরে গেছি !
 
আর্দ্র শরীর তবু দাহ্যতা দাবি করে,
এক ফুঁয়ে অন্ধকার করে দিও
ফি-রোজ নিভে যেতে
কার আর ভালো লাগে!
 


হিম-কান্নার উপত্যকা

ভিজে গেছে দেবদারু,পাইনের সারি
দু'চোখের হিম-কান্নায়,
মুখ ফিরিয়েছে খরস্রোতা -
এক স্রোতজন্ম ধরে শিলায় মাথা ঠুকে
খোদাই করে গেছে অভিমান জলনকশায়
বড় বিষণ্ণ এ উপত্যকা।

বরফি চড়াই উতরাই, কাঠের জনপদ -
মৃত্যুর মতো সাদা !
শেষ নিশ্বাসের মতো নূপুর ধ্বনি,
খুঁজে পাবে জীবাশ্ম: মোনালের কাকলি
মেষপালকদের অলস বিচরণ।
 

সীমান্তে তখনও হয়তো ঠান্ডা লড়াই,
বারুদের গন্ধ মেখে আপেল গাছ - নিঝুম !
রক্তের ছিটে তার পাতায় পাতায়
সেও হিম-কান্নার প্রত্যাশী।

অলঙ্করণ- সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.