Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / অজন্তা রায় আচার্য্য

কুশীলব

এইসব রাতে, রাত মন রেখে দেয় বৃষ্টির ভাঁজে
আর তোমাদের ঈর্ষার প্রখর চূড়া, ভেঙ্গে চুরে গুঁড়িয়ে যায়
  
সিঁথির মতো পথ এগিয়ে চলে, আর আড়াআড়ি দেখে,
তোমাদের সংস্কার দেওয়ালে
 কালনাগিনী ঠিক খুঁজে নেয় ছিদ্র
অথবা করে রাখো সন্তর্পণে
গভীর স্নানের পর রাধার শরীরের বাষ্প,
 মাখামাখি হয়ে হয়ে যায় বাতাসে
তবু তার চাহনিতে চৈত্রের শুষ্কতা
আর তোমরা দেখ বসন্তসেনার
 শঙ্খিনী শরীরের লাস্য  
সাপের বিষের মতো ছড়িয়ে
 দাও নিবিড়তার গন্ধ   
ভেঙে যায় তোমাদের ঘামের শেকল
 
সিঁদুর তো কুসংস্কার, তাই মুক্তি দিয়েছে পাঁজর
আদতে আমরা সবাই আদিম উপন্যাসের এক একটি চরিত্র


ড্রাকুলা
এই যে পড়ে আছে শরীরের লাশ
একদিন আমাকে সাঁকো করে পার হতে চেয়েছিল অমরাবতী
এক একটি নদী পার হওয়ার এক একটি সাঁকো
অল্প অল্প জলের ছাঁটে রোমাঞ্চ
সেসব প্রস্ফুটিত কলরব আর হাততালি
সেসব কেঁপে কেঁপে ওঠা শিরা উপশিরাগুলি
 
সে সব ভুল নান্দনিক ক্ষণ
ওই যে পড়ে আছে শরীরের লাশ
 
হাতরে খুঁজে পাওয়া যায়নি মন অথবা প্রেম
আমি দূর থেকে লক্ষ করছি বদলে যাচ্ছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.