Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সম্ভাবনা / সবর্না চ্যাটার্জ্জী


অসম্ভব কিছু ঘটে যাওয়ার আগে
কিছু সম্ভাবনা রয়েই যায়
যেমনটা
আমাদের বিচ্ছেদে
তুমি হাত ধরলে, নতুন প্রেমিকার

আশাবাদী ছিলাম,
ঝড় বহু-সময় পাল্টে দেয় পথ
আমার জাগ্রত রাতে
ঢেউ ওঠে নিঃশব্দে
শত আলোকবর্ষ দূরের ঘুমহীন
দর্শক নিঃশর্ত ভালোবাসা ছুঁড়ে দেয়
চাঁদের আসরে কবিতার অভিমান
নিঃসঙ্গতার সাথে আবার শুরু হয়
জ্যোৎস্নার ছেড়ে যাওয়া প্রেম...
অলঙ্করণ-অভিজিৎ রায়


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.